AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকাস্থ বরগুনা সাংবাদিক সমিতির নেতৃত্বে লাভলু-তৌফিক



ঢাকাস্থ বরগুনা সাংবাদিক সমিতির নেতৃত্বে লাভলু-তৌফিক

ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৬ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সাধারণ সভায় বিশ্ব মিডিয়ার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক আব্দুল খালেক লাভলুকে সভাপতি এবং সময় টিভির জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক তৌফিক মাহমুদকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সংগঠনের উপদেষ্টা চ্যানেল আই’র জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম। কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের শিফট ইনচার্জ মো. আব্দুল বাছেদ আকন এবং দৈনিক সমাজ বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক সোহাগ ইউনুস।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের মো. সলিম গাজী এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জনতার আবু জাফর। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দেশ টেলিভিশনের এম এ আজিম ও এটিএন নিউজের গাজী শাহীন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের আল-আমিন রাজু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন এনটিভির মো. মিরন আহমেদ এবং দফতর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশের এম সোলায়মান।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন এটিএন নিউজের সোহাগ বিশ্বাস, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের আহমেদ ফেরদাউস খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনটিভির নাহিদ হোসেন প্রিন্স, জনকল্যাণ সম্পাদক বিটিভির নাসির আহমেদ এবং নারী বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর রুকাইয়া নাজরিন তাহরা।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন বৈশাখী টিভির ফাহিম মোনায়েম, এখন টিভির এম. সুজন আকন, ফটো সাংবাদিক শাহাদাত হোসেন বাবুল, নিউজ২৪ টেলিভিশনের তাওহীদুল ইসলাম এবং দৈনিক কালবেলার কবিরুল ইসলাম।

সভায় উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য বজায় রেখে বরগুনার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত নেতারা বলেন, ঢাকায় অবস্থানরত বরগুনার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এই সংগঠন কাজ করবে এবং বরগুনার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখবে।

 


একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!