কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় রামেল মিয়া (২১) নামের এক তরুণকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে মাদকসেবীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামে। নিহত রামেল ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে রামেলকে একা পেয়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গফরগাঁও হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই কর্তব্যরত চিকিৎসক রামেলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও এলাকাবাসীর তথ্যে জানা গেছে, কয়েকদিন আগে রামেল ফেসবুকে মাদক সেবন না করার আহ্বান জানিয়ে একটি স্ট্যাটাস দেন। এর ফলে উপজেলার তেঁতুলিয়া গ্রামের মাদকসেবী নাঈম মিয়ার সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এর আগে জিনারী এলাকায় মাদকসেবীরা গাঁজা সেবন করার সময় রামেল তাঁদের বাধা দেন। এক পর্যায়ে মাদকসেবীরা তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছিল।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
একুশে সংবাদ/এ.জে