AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরের ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের নির্দেশ



উজিরপুরের ভেঙে পড়া ব্রিজ পরিদর্শনে ইউএনও, দ্রুত সংস্কারের নির্দেশ

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার এলাকায় অবস্থিত একাধিক ব্রিজ বর্তমানে ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সানুহার গ্রামের হাজার হাজার মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম এই সেতুটি, যা দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াত করে থাকেন।

রোববার (২৬মে) সরেজমিন ব্রিজটি পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। পরিদর্শনে স্থানীয় বাসিন্দারা ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন। তারা দীর্ঘদিন অবহেলিত ব্রিজটির অবস্থা তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

ব্রিজটির রেলিং ভেঙে গেছে, ঢালু অংশে বড় ফাটল দেখা দিয়েছে এবং নিচের খালের ওপর কাঠামোগত ভারসাম্য বিপন্ন। বর্ষাকালে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই ঝুঁকিপূর্ণ সেতু পার হওয়ায় বিপদের সম্মুখীন হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা বলেন, “এই সেতুটি শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এলাকার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করে, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া হয়, কৃষকেরা পণ্য বাজারে পরিবহন করেন—সবকিছুর জন্য এই ব্রিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিষয়টিকে গুরুত্বসহকারে দেখে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেছি।”

স্থানীয়রা জানান, একসময় এই ব্রিজের মাধ্যমে বরিশাল শহর পর্যন্ত সহজে চলাচল সম্ভব হতো। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এখন এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য, সানুহারের এই ব্রিজটি আশেপাশের তিনটি গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। তাই এটি শুধুমাত্র সানুহারের নয়, পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, উপজেলা প্রশাসনের উদ্যোগ দ্রুত কার্যকর হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হবে।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

Link copied!