AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিকরগাছার মাদক ব্যবসায়ী শাবানার যাবজ্জীবন কারাদণ্ড


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:২৬ পিএম, ২৪ মে, ২০২৫

ঝিকরগাছার মাদক ব্যবসায়ী শাবানার যাবজ্জীবন কারাদণ্ড

ঝিকরগাছার শীর্ষ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাবানা বেগমকে যশোরের আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে। যশোরের স্পেশাল জজ (জেলা জজ) এস.এম. নুরুল ইসলাম শনিবার (২৪ মে) এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।

শাবানা বেগম ঝিকরগাছার নির্বাসখোলা গ্রামের আইমুদ্দীন গাজীর মেয়ে। অপরদিকে এ মামলায় আরেক আসামি শার্শার বালুন্ডা গ্রামের শফিকুল আওলিয়াকে খালাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ জুলাই শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামতলা-শার্শা সড়কের বিশ্বাস ব্রিকসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ শাবানা বেগমকে আটক করে। এ সময় শফিকুল পালিয়ে যায়। ঘটনার পর শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৩১ জুলাই একই থানার এসআই শফিকুল ইসলাম চার্জশিট দাখিল করেন।

শনিবার রায় ঘোষণার দিন শাবানার উপস্থিতিতে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা দেন, যা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হবে। রায় ঘোষণার পর শাবানাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/ য.প্র /এ.জে

Link copied!