AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামের রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪



কুড়িগ্রামের রৌমারীতে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভিন্ন অনিয়ম নিয়ে কথাকাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হন। আহতরা হলেন— সাজেদুল ইসলাম সবুজ ও রঞ্জু মিয়া, অপরপক্ষের মেহেদী হাসান রনি ও রাফি। স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ নিয়ে সমন্বয়ক সাজেদুল ইসলাম সবুজ ইতোমধ্যে প্রকল্পের অধিকাংশ বিল উত্তোলন করেছেন। বৃহস্পতিবার সমন্বয়ক সবুজের আহ্বানে উপজেলা পর্যায়ে আলোচনা সভা হওয়ার কথা ছিল। কিছু সংখ্যক সমন্বয়ক উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে প্রকল্প ও অর্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

এ নিয়ে দুটি গ্রুপে বিভক্ত হয়ে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের চার জন আহত হন। আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সংঘর্ষের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সাজেদুল ইসলাম সবুজ বলেন, “কেন্দ্রীয় ও জেলা কমিটির নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়কদের আলোচনা সভার জন্য শহীদ মিনার চত্বরে ডাকা হয়েছিল। এ সময় ছাত্রদল, যুবদল ও বিএনপির কিছু লোক রঞ্জু ইসলামকে নিয়ে তর্কে জড়িয়ে পড়ে এবং আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা করা হয়।”

মেহেদী হাসান রনি জানান, “সবুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে ঠিকাদার ও চেয়ারম্যানদের কাছে চাপ দিয়ে বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়ার বিষয় জিজ্ঞাসা করলে তিনি আমাদের ওপর অতিরিক্ত হামলা চালান।”

অপর আহত রাফি বলেন, “সবুজ সমন্বয়ক হিসেবে নিজের নাম ভাঙিয়ে উপজেলায় প্রকল্পে নানা অনিয়ম ও দুর্নীতি করছেন। তিনি যেন নতুন করে আর কোন অনিয়ম করতে না পারেন, এজন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সজাগ থাকতে হবে।”

রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল এবং এখন পরিস্থিতি শান্ত। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ কু.প্র /এ.জে

Link copied!