AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী মহিলা ধর্ষণের শিকার, দুই ধর্ষক আটক



মাগুরার শ্রীপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী মহিলা ধর্ষণের শিকার, দুই ধর্ষক আটক

মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের এক সন্তানের জননী, বুদ্ধি প্রতিবন্ধী মোছা. শিল্পী বেগম ওরফে পাখিকে (২৫) জোর করে  ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ।

ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় জনি (২২) ও  রহিম (১৮) নামে দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা। ধর্ষিত উক্ত মহিলাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভার্ত করা হয়েছে।

আটকরা হলো উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮)।

শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গ্রামের মৃত নহির শেখের কন্যা, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী, বুদ্ধি প্রতিবন্ধী মোছা. শিল্পী বেগম ওরফে পাখির (২৫) কন্যা একই গ্রামের সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে এবং ওই মহিলা প্রতিদিন তার কন্যাকে স্কুলে আনা-নেওয়া করতেন।

প্রতিদিনের ন্যায় বুধবার সকাল ১০টার দিকে তিনি তার কন্যাকে বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সারঙ্গদিয়া গ্রামের ফাঁকা এলাকায় পাখি পৌঁছলে পূর্ব থেকে ওতপেতে বসে থাকা দুই যুবক জনি ও রহিম তাকে জোরপূর্বক ধরে ইজিবাইকে তুলে চিলগাড়ী ফাঁকা মাঠের পাটক্ষেতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘসময় দু’জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর মহিলাটি অসুস্থ হয়ে পড়লে ওইদিন বিকেল ৫টার দিকে ধর্ষকেরা উক্ত মহিলাকে আবার সেই ইজিবাইকেই তুলে নিয়ে তার বাড়ির সামনে ফেলে রেখে গা-ঢাকা দেয় । পরে স্থানীয় লোকজন মহিলাটিকে উদ্ধার করে তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি সকল ঘটনা সবার সামনে খুলে বলেন। বিষয়টি জানার পর এলাকার লোকজন ওই মহিলাকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তখন ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া না গেলেও বাড়ি ফেরার পথে সন্ধ্যার পূর্বমুহূর্তে হোগলডাঙ্গা এলাকায় রহিমকে পাওয়া যায় এবং রহিমের মোবাইল দ্বারা জনিকে ফোন দিয়ে তাকেও আটক করে স্থানীয় লোকজন।

আটকের পর উভয়ই ঘটনার সত্যতা ও ধর্ষণের বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশের কাছে স্বীকার করে। পরে শ্রীপুর থানা পুলিশ ধর্ষক রহিম ও জনিকে বিক্ষুব্ধ জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অসুস্থ ধর্ষিত মহিলাকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন।

তবে, এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি শেখের (২২) বিরুদ্ধে এর আগেও নারী ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ও মাদক কারবারির বেশ অভিযোগ রয়েছে। তার অনৈতিক কর্মকাণ্ড ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।    

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় আটকদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের দু‍‍`জনকেই মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

 

একুশে সংবাদ/মা.প্র /এ.জে

Link copied!