AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে ধাক্কা লে পাঁচজন নিহতের ঘটনায় ঘাতক বাসেচালক গ্রেপ্তার


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৬:০৭ পিএম, ২০ মে, ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সকে ধাক্কা লে পাঁচজন নিহতের ঘটনায় ঘাতক বাসেচালক গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহতের ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের সেই ঘাতক বাসের চালক ফয়সালকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকমল গ্রামে।

এর আগে দুর্ঘটনার দিন গত ৮ মে বিকেলে ঘাতক বাসটির সুপারভাইজার কল্যাণ বিশ্বাস (২৩) ও হেলপার সাইফুল ইসলাম শান্তকে (২৬) গ্রেপ্তার করে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঘটনার পর ঘাতক গোল্ডেন লাইন বাসের সংশ্লিষ্টদের নামে সিরাজদিখান থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন দুর্ঘটনায় নিহতদের এক আত্মীয়।

পরে চালকের অবস্থান জানতে পেরে মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে উক্ত মামলার আসামি বাসচালক ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য,গত ৮ মে মাদারীপুর থেকে এক গর্ভবতী নারীকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঐ গাড়ির চাকা বিকল হয়ে পড়ে। এরপর রাস্তার পাশে চাপিয়ে সেটির চাকা মেরামত করছিলেন চালক। চাকা মেরামতকালে আরোহীদের কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে বসে ছিলেন। বাকী কয়েকজন পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সকে সজোরে ধাক্কা দেয়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় এতে ঘটনাস্থলে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হন।

 

একুশে সংবাদ/মু.প্র/এ.জে

Link copied!