ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে গাড়িচাপায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৪৫) নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি বর্তমানে করিমপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তে ফরিদপুর সিআইডির সহায়তায় কাজ চলছে। পরিচয় শনাক্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে যুবকটি নিহত হন। ঘটনাস্থল থেকে একটি জোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা পরিচয় শনাক্তে সহায়ক হতে পারে।”
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে