চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে রমজান আলী নামে এক দোকানদারকে পিটিয়ে হত্যার দায়ে নুর আমিন (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
নিহত রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর মহল্লার বাসিন্দা, এবং অভিযুক্ত নুর আমিন একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায়, রাজারামপুরে নিজ দোকানের সামনে রমজান আলীর সঙ্গে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নুর আমিন তাকে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রমজান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওই রাতেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী পরদিন সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ১৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক নাজমুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
এই রায়ে নিহতের পরিবার কিছুটা স্বস্তি পেলেও তারা দাবি করেছেন, দ্রুত রায় কার্যকর করে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
একুশে সংবাদ/ চাঁ.প্র/এ.জে