AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম
০৪:৪৫ পিএম, ১৭ মে, ২০২৫

কুড়িগ্রামে মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের বকেয়া বেতন আদায়সহ ৫ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষকরা।

শনিবার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের মডেল মসজিদ মাঠ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাও. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার সরদার, শিক্ষক আশফাকুর রহমান, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী, শিক্ষক, চিলমারী, মাওলানা রুহুল আমিন, শিক্ষক, নাগেশ্বরী, মাওলানা একরামুল হক, শিক্ষক, ফুলবাড়ি, মাওলানা আমিনুল ইসলাম, শিক্ষক উলিপুর, মাওলানা আব্দুস সালাম, শিক্ষক, রাজারহাট, মাওলানা ওবায়দুল হক, সুপারভাইজার, মাওলানা মিনারুল ইসলাম, উপজেলা মডেল কেয়ার টেকার চিলমারীসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিগণ।

আন্দোলনকারীরা জানান, ৫ মাসের বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন। পাঁচ দফার মধ্যে আরও রয়েছে চাকরি স্থায়ীকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি। এছাড়া গত ঈদুল ফিতরের বোনাসসহ ঈদুল আজহার বোনাস এবং ৫ হাজার থেকে বাড়িয়ে মাসিক বেতন ১৫ হাজার টাকা করার দাবিও তুলেছেন তারা।

 

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!