নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের জমি থেকে জোরপূর্বকভাবে ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর মোড় এলাকার পূর্ব-দক্ষিণ পার্শ্বে কুসুম্বা মৌজায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সেকেন্দার আলী (পিতা মৃত মফিজ উদ্দিন), গাইহানা গ্রামের বাসিন্দা, এ ঘটনায় দেলুয়াবাড়ি গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র মকলেছার আলী (৫৫)সহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে সেকেন্দার আলীর সঙ্গে মকলেছার আলীদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন (বৃহস্পতিবার) সকালে ভুক্তভোগীর অনুপস্থিতে প্রতিপক্ষ তার জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক ধান কাটতে থাকে। সেকেন্দার আলী ওই সময় বগুড়ার ধাপের হাটে গরু কেনার জন্য রওনা হন। পথে জমিতে ধান কাটার দৃশ্য দেখে তিনি বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ভয়ভীতি দেখিয়ে আটকে রাখে এবং মারধর করে। এসময় তার পকেটে থাকা নগদ ৩ লাখ ৩৫ হাজার টাকা ও একটি স্যামফোনি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
সেকেন্দার আলী আরও জানান, এর আগেও একই জমির ফসল প্রতিপক্ষ জোরপূর্বক কেটে নিয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে ২০২৪ সালের ২৫ জানুয়ারি মান্দা থানায় অভিযোগ দিলে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা হয়। তবে প্রতিপক্ষ তা অমান্য করে বারবার জমির ক্ষতি করে আসছে এবং তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
তিনি জানান, স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ করেছেন এবং প্রয়োজন হলে সেনাবাহিনীর আশ্রয় নেবেন বলেও জানিয়েছেন।
অপরদিকে অভিযুক্ত মকলেছার আলী ও তার পক্ষের লোকজন অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, "অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
একুশে সংবাদ/ন.প্র/এ.জে