AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৪ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পূর্বাচলে তরুণদের জুয়ার ফাঁদে ফেলা হচ্ছে



পূর্বাচলে তরুণদের জুয়ার ফাঁদে ফেলা হচ্ছে

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বিভিন্ন এলাকায় ক্যারম বোর্ড খেলার নামে জমজমাট জুয়ার আসর বসেছে। অস্থায়ী মুদি দোকান, চা-স্টল ও খাবারের দোকানগুলোর আড়ালে এসব জুয়ার আসর পরিচালিত হচ্ছে। এতে দিনদিন আকৃষ্ট হচ্ছে উঠতি বয়সী তরুণ ও যুবকরা, ফলে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

জানা গেছে, পূর্বাচল উপশহরের বিভিন্ন সেক্টরের দোকানগুলোতে দিনে ও রাতে টাকার বাজিতে ক্যারম খেলা চলছে। এ খেলায় অংশ নিচ্ছে মূলত ১৫-৩৫ বছর বয়সী যুবসমাজ। প্রতিযোগিতায় সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বাজি ধরা হয়।

স্থানীয়রা জানান, এই জুয়া খেলা এখন পুরো উপজেলার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। শিগগিরই এর বিরুদ্ধে অভিযান চালানো হবে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে
 

Shwapno
Link copied!