নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বিভিন্ন এলাকায় ক্যারম বোর্ড খেলার নামে জমজমাট জুয়ার আসর বসেছে। অস্থায়ী মুদি দোকান, চা-স্টল ও খাবারের দোকানগুলোর আড়ালে এসব জুয়ার আসর পরিচালিত হচ্ছে। এতে দিনদিন আকৃষ্ট হচ্ছে উঠতি বয়সী তরুণ ও যুবকরা, ফলে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি তরুণ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
জানা গেছে, পূর্বাচল উপশহরের বিভিন্ন সেক্টরের দোকানগুলোতে দিনে ও রাতে টাকার বাজিতে ক্যারম খেলা চলছে। এ খেলায় অংশ নিচ্ছে মূলত ১৫-৩৫ বছর বয়সী যুবসমাজ। প্রতিযোগিতায় সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত বাজি ধরা হয়।
স্থানীয়রা জানান, এই জুয়া খেলা এখন পুরো উপজেলার গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্যারাম বোর্ডের নামে জুয়া খেলার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। শিগগিরই এর বিরুদ্ধে অভিযান চালানো হবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে