নওগাঁর মান্দায় এক মেম্বার পদপ্রার্থীর স্ত্রীর ঘরে পরক্রিয়া করতে গিয়ে রানা হামিদ (৩৮) নামের এক বিজিবি সদস্য আটক হয়েছেন। সোমবার পূর্বরাত সাড়ে ১২টার দিকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে বেঁধে রাখে ভুক্তভোগীর পরিবারের সদস্যসহ স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে মান্দা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটক বিজিবি সদস্য রানা হামিদ থানার কুসুম্বা ইউপির বড়পই পূর্বপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে বিজিবির ল্যান্স কর্পোরাল পদে কর্মরত।
স্থানীয়ারা জানান, ওই মেম্বার পদপ্রার্থী একটি মসজিদের ইমাম এবং এবারে ওই ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। গত রাত সাড়ে ১২টার দিকে বিজিবি সদস্য রানা হামিদ ওই নারীর ঘরে যান। বিষয়টি ওই নারীর স্বামী জানতে পেরে ঘরের দরজা আটকিয়ে ডাক চিৎকার শুরু করেন।
এ সময় প্রতিবেশীরা গিয়ে তাকে আটক করেন। সে সময় ভুক্তভোগী ওই নারী সবার অগোচরে বাড়ি থেকে পালিয়ে যান। তারা আরও বলেন, রানা ছুটিতে আসলেই সবার অগোচরে গভীর রাতে এলাকার ভাবিদের সঙ্গে দেখা করতে যায়। এর আগেও একবার ওই নারীর সাথে পরকীয়া করতে গিয়ে ধরা খেয়েছিল।
এছাড়াও সে একাধিকবার এরকম ঘটনায় গণধোলাই খেয়েছেন। এবারে তাকে আটকের পর গণধোলাই দিয়ে জুতার মালা পরিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে ভুক্তভোগী নারীর স্বামী বলেন, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শয়নঘরের উত্তর পার্শ্বের অন্ধকার ঘরে রুবিনাকে দেখতে পেয়ে আমার সন্দেহ হয়। পরে ঘরের আলো জ্বালিয়ে দেখি রানা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। এ সময় তাকে আটকানোর চেষ্টা করলে আমাকে জখম করে পালানোর চেষ্টা করে। তবে আমি আহত হলেও জাফটে ধরি। আমার চিকিৎকারে আমার ছেলে শাফিক ও আমার ছোট ভাই অহিদুল ইসলাম এসে তাকে আটক করে।
পরে গ্রামবাসী এসে গণধোলাই দিয়ে তার গলায় জুতার মালা পরিয়ে দেয়। বিষয়টি থানা পুলিশকে জানালে থানার এসআই মিজানুর রহমান সঙ্গী সদস্যসহ ঘটনাস্থলে এসে জবাববন্দি শোনেন।
এ বিষয়ে অভিযুক্ত বিজিবি সদস্য রানা হামিদ বলেন, পরকীয়া সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করে ঘটনাটি পুরোপুরি সাজানো বলে জানান।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে রানা হামিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে