চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ৯ এপিবিএন অভিযানে ২১২ পিস ইয়াবা ট্যাবলেট, ২৪৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১১২০ টাকা জব্দসহ দুইজনকে গ্রেফতার করা হয়। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ। তিনি জানান, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাটস্থ চাঁন মিয়া গলির গুড়া মসলার মিল সংলগ্ন নজুমিয়ার পরিত্যক্ত ভাঙ্গা বিল্ডিং ছাদের উপর থেকে দুজন মাদক কারবারিকে আটক করা হয়। এদের মধ্য মোঃ আরিফুল ইসলাম আরিফ (২৪) কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট যার ওজন ১৮ গ্রাম, মূল্য অনুমান ৬০ হাজার টাকা ও মাদক বিক্রির নগদ ১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও মোঃ তরিকুল ইসলাম ইমন (২৪) কাছ থেকে ২৪৫ গ্রাম গাঁজা, ১২ পিস ইয়াবা ট্যাবলেট যার অনুমান ৩ হাজার ৬০০ টাকা। সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স) অংশু কুমার দেব এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিরস্ত্র) বিপ্লব চন্দ্র নাহা এবং অন্যান্য অফিসার-ফোর্স’সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ৯-এপিবিএন সহকারী পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) অংশু কুমার দেব নের্তৃত্বে সঙ্গীয় এসআই বিপ্লব চন্দ্র নাহা পুলিশ ফোর্স নিয়ে এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ তরিকুল ইসলাম ইমনের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাটি রেকর্ড পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রাম পাচঁলাইশ থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
একুশে সংবাদ/ সাএ