AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার



সরিষাবাড়ীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে কাবারিয়াবাড়ী এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে ইয়াবা বড়ি ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

রবিবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও মামলার 
এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের কাবারিয়াবাড়ী এলাকায় সেজনু মিয়া (৫০) ও এরশাদ (৪২) মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে  সেনাবাহিনী ও মাদক অধিদপ্তর জামালপুরের সদস্যদের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাবারিয়াবাড়ী এলাকার মাদক ব্যবসায়ী সেজনু ও এরশাদের কাছ থেকে ৬০৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই এলাকার মুকুল মিয়ার বাড়ি থেকে এক কেজি ৬৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর কার্যালয়ের উপপরিদর্শক এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে তিন মাদক ব্যবসায়ীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া বলেন, তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
 

একুশে সংবাদ/জা.প্র/এ.জে

Link copied!