AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ‍‍`মাদার্স অব জুলাই‍‍` বিষয়ক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০২:০৫ পিএম, ২ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুরে ‍‍`মাদার্স অব জুলাই‍‍` বিষয়ক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

লক্ষ্মীপুরে ‘মাদার্স অব জুলাই’ বিষয়ক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আরমান হোসাইন, সারোয়ার হোসেন, শহীদ আপনানের মা নাছিমা আক্তার, শহীদ ওসমান পাটোয়ারীর মা রেহেনা আক্তার, শহীদ সাব্বির ও শহীদ কাউছারের মাতা।

বক্তারা বলেন, “জুলাই যুদ্ধে শহীদ সন্তানদের আত্মত্যাগকে সম্মান জানাতে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র প্রদান ও জুলাই সনদ ঘোষণা করা জরুরি।” তারা সরকারের কাছে এই দাবি বাস্তবায়নের জন্য জোর আহ্বান জানান।

অনুষ্ঠানে ‘মাদার্স অব জুলাই’-এর বীর শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!