গাজীপুর কোডে ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল আউয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে, মামলাটি (ডিএমপি-এর গাজীপুর কোডে যাত্রাবাড়ী থানায় এক্সপ্লানেটরি নং–৭৫, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫; ডি.আর. নং–৬৩৭, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫) ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১০৯ ধারায় রুজু করা হয়।
মামলার আলোকে যাত্রাবাড়ী থানা কর্তৃপক্ষ ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি পত্র পাঠিয়েছে। পত্রে বলা হয়েছে, আসামির নাম, বয়স, পেশা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ভোটার আইডি নম্বর, পাসপোর্ট, পিতা-মাতার নাম এবং রাজনৈতিক পরিচয়সহ পদ-পদবি বিস্তারিতভাবে জানাতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “যথাযথ তথ্য অনুপস্থিত থাকলে তদ্বিষয়ে নাম, বংশ ইত্যাদি বিস্তারিত বিবরণ এখানেই উল্লেখ করতে হবে।”
আসামির পরিচয়: আব্দুল আউয়াল (৫২) পিতা: সিরাজ উদ্দিন, স্থায়ী ঠিকানা: গ্রাম–দক্ষিণ তালগাছিয়া, উপজেলা–কাঠালিয়া, জেলা–ঝালকাঠি, বর্তমান ঠিকানা: ৫৪২ নার্সারি রোড, প্রথম তলা, পূর্ব রাজাপুর, ঝালকাঠি, পোস্ট কোড: ৮৪১০, বাংলাদেশ, পদবি: অর্থ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ, কাঠালিয়া উপজেলা, জেলা–ঝালকাঠি ।
সূত্র জানায়, মামলার অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে