AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তনের উদ্বোধন



ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তনের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৪-২০২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীর শষ্য কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান।

এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, খন্দকার মঞ্জুরুল হক, রবিউল আলম, নুর আলম, আব্দুল্লাহ আল মামুনসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার কাংশা ইউনিয়নের দুপুরিয়া গ্রামে বিভিন্ন কৃষকের ৫০ একর জমিতে অল্প খরচ ও অধিক লাভের প্রত্যাশা নিয়ে সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণের পর তা কর্তন করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, সমলয় পদ্ধতিতে বোরো ধান রোপণ ও কর্তনে  কৃষকরা সবদিক থেকে লাভবান হচ্ছেন। কেননা একসাথে অনেক জমিতে চাষাবাদ, সেচ সুবিধাসহ কর্তন করা যায়। এতে সনাতন পদ্ধতির চেয়ে খরচ কম হওয়ায় কৃষকরা লাভবান হন বেশি  

এ বিষযে স্থানীয় কৃষকরা জানান, যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরো ধান রোপণ ও কর্তনের মাধ্যমে অধিক লাভবান হওয়ায় আগামীতে আরও বেশি জমিতে এই পদ্ধতিতে আবাদ করবে বলেও জানান তারা। 
 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!