AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৫:৫৯ পিএম, ৮ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে শুরু হয়েছে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা বিএনপির সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক নূর-এ শাহাদাৎ স্বজন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, পৌর বিএনপির সভাপতি ও টুর্নামেন্টের সদস্য সচিব শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু প্রমুখ।

এর আগে বুধবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

টুর্নামেন্ট আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় ঢাকা, পাবনা, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও ঠাকুরগাঁও জেলার ১৬টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে মুখোমুখি হয় ঠাকুরগাঁও ইয়ুথ ক্লাব বনাম দিনাজপুর ডোমিনেটর্স। প্রতিদিন ৪টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ফাইনাল খেলার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্থানীয় তরুণদের ক্রিকেটে আরও উৎসাহিত করবে।

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Shwapno
Link copied!