AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় ছেলের মারধরে বাবা হাসপাতালে



নলডাঙ্গায় জমি লিখে না দেওয়ায় ছেলের মারধরে বাবা হাসপাতালে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জুয়া ও নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে বখাটে ছেলে আশিকুর রহমানের বিরুদ্ধে।

ছেলের এলোপাতাড়ি মারপিটে গুরুতর আহত বাবাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন।

হাসপাতালে তিনি ৯ দিন চিকিৎসাসেবা নেন। চিকিৎসা শেষে বাবা আজিজার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন। এরপর গত ৪ মে ছেলে আশিকুরকে অভিযুক্ত করে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে বাবা আজিজার রহমান বাদী হয়ে একটি অভিযোগ রুজু করেন।

সম্প্রতি  উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

এদিকে ভুক্তভোগী অসহায় বৃদ্ধ বাবার  অভিযোগ, ৯ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে অবাধ্য ছেলের বিচারের দাবিতে স্থানীয় চেয়ারম্যান মেম্বর ও থানা পুলিশের শরণাপন্ন হলেও আজও কোনো সুবিচার মেলেনি তার ভাগ্যে।

বৃহস্পতিবার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, গত ৪ মে বাবা আজিজার রহমানের কাছে তার ছেলে আশিকুর রহমান জুয়া ও নেশার টাকার জন্য জমি ও টাকার দাবি করে আসছিলেন। কিন্তু ছেলের এমন অনৈতিক দাবি মেনে নিতে নারাজ বাবা আজিজার।

এতে ছেলে আশিকুর রহমান বাবার ওপর চরম ক্ষুব্ধ হয়ে জমি লিখে নিতে বাবাকে প্রাণনাশের নানারকম হুমকি দিতে থাকেন।

বর্তমানে ছেলের অব্যাহত হুমকিতে বাবা আজিজার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

এমন পরিস্থিতির মধ্যে এ ঘটনার কয়েকদিন আগে ছেলে আশিকুর দেশি ধারালো অস্ত্রের মুখে তার বাবার পালিত গরু-ছাগল ও ২৫ হাজার টাকা জোরপূর্বক বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিকভাবে আশিকুরকে নোটিশ দিয়ে গ্রাম আদালতে ডাকা হয়। এরপর বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে আশিকুর গ্রাম আদালতে হাজিরা দিলেও পরিস্থিতির বেগতিক দেখে পালিয়ে যায়।

এমতাবস্থায় গ্রাম আদালতে বিচার না পেয়ে নিরূপায় বখাটে ছেলের বিরুদ্ধে বাবা আজিজার রহমান থানা পুলিশের আশ্রয় নেন। কিন্তু সেখানেও মিলছে না তেমন কোনো প্রতিকার।

নির্যাতিত বৃদ্ধ বাবা আজিজার রহমান অশ্রুসজল নয়নে বলেন, ইউনিয়ন পরিষদে বেশ কয়েদিন ধর্না দিয়ে কোনো বিচার না পেয়ে ৩-৪ দিন আগে থানায় গিয়ে অভিযোগ দিয়ে এসেছি। অভিযোগ তদন্তের জন্য সাদুল্লাপুর থানার এসআই শুকুমারকে দায়িত্ব দেয়া হয়।

এসআই শুকুমার বলেন, বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের তদন্ত করা হয়েছে। তবে দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সামনে আজিজার রহমানের মেয়ে বলেন, আমার অসুস্থ বুড়া বাপটাকে কিভাবে মারধর করে জখম করল। এ ঘটনার পরে ইউনিয়ন পরিষদ ও থানায় অভিযোগ দিয়ে আসছি। ঘটনার কয়দিন হয়ে গেল কিন্তু আজও কোনো বিচার পাইনি।

তিনি আক্ষেপ করে বলেন, আপনারা যদি বিচার না করেন এর বিচার আল্লাহ একদিন  করবে, এই বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
 

 

একুশে সংবাদ// গা.প্র.//এ.জে

Shwapno
Link copied!