রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গোধূলি পার্ক এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৭ মে) বেলা ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। অভিযানে সহযোগিতা করে গোয়ালন্দ ঘাট থানার একটি পুলিশ টিম।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং বালু বোঝাই অবস্থায় ২টি ট্রাক আটক করা হয়।
উপজেলা প্রশাসনের সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গোধূলি পার্ক এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এতে পরিবেশ ও ফসলি জমি হুমকির মুখে পড়ছিল। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান বলেন, “উপজেলার কোথাও অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনের সুযোগ নেই। পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :