AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে ছাত্রীদের সাথে অশালীন আচরণ: সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত



গোদাগাড়ীতে ছাত্রীদের সাথে অশালীন আচরণ: সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) মনিরুল ইসলামকে ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিদ্যালয়ের ১৩ জন ছাত্রী লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ জমা দিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্রীরা অভিযোগে উল্লেখ করেছে, শিক্ষক মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে ছাত্রীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি, খারাপ ভাষা ও আচরণ করে আসছিলেন। ভয়ে এবং লজ্জায় এতদিন চুপ থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ায় তারা পরিবারের সদস্যদের জানাতে বাধ্য হয় এবং পরে বিষয়টি লিখিতভাবে ইউএনওকে জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, "ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের নিয়ে জরুরি সভা করি। সেখানে সিদ্ধান্ত নিয়ে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগের তদন্ত চলবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলাম বলেন, "আমি কোনো অনৈতিক কাজ করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে পরিস্থিতির চাপে পড়ে আমি দুঃখ প্রকাশ করেছি।"
এই ঘটনা বাংলাদেশের শিক্ষাঙ্গনে নৈতিকতা ও নিরাপত্তা প্রসঙ্গে গুরুতর প্রশ্ন তোলে। ছাত্রীরা যাতে এমন কোনো পরিস্থিতির শিকার না হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ পরিবেশ নিশ্চিত করে, তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সমাজকেও সচেতন হতে হবে।

 


একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Shwapno
Link copied!