ফরিদপুরের সালথা উপজেলার মুরাটিয়া গ্রামে আম গাছ থেকে হাফিজুল মোল্লা (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) সকাল ৯টার দিকে মুরাটিয়া গ্রামের একটি পরিত্যক্ত বাগানে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ওই গ্রামের ওমর আলী মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর হাফিজুল পরিবারকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে স্থানীয় এক কৃষক বাগানে কাজ করতে গিয়ে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় হাফিজুলের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাতে জানা যায়, হাফিজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও রহস্যের ছায়া বিরাজ করছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে