চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নে ধর্ষণ মামলার আসামিকে রক্ষায় জন্মনিবন্ধন সনদ জালিয়াতির মাধ্যমে বয়স কমিয়ে দেখানোর চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব বখতিয়ার উদ্দিন ও ইউপি সদস্য জসিম উদ্দিন এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।
গত ১৯ এপ্রিল হলুদিয়া এলাকার কাউসার হোসেন (১৯) নামে এক যুবক ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক হন। তাকে কিশোর (১৬ বছর) প্রমাণ করে জামিন পাওয়ার উদ্দেশ্যে ২০২৪ সালের ২৪ এপ্রিল একটি ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়, যদিও তার পূর্বের জন্মতারিখ ২০০৫ সালের ১৫ অক্টোবর ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলামিন নামে এক দালালের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লেনদেনে ইউপি সচিব ও সদস্যের সহায়তায় সনদ জালিয়াতি সম্পন্ন হয়।
ইউপি সদস্য জসিম উদ্দিন দাবি করেন,“আলামিন তথ্য গোপন করে আমার কাছ থেকে আবেদন ফরমে স্বাক্ষর নিয়েছে।”
অন্যদিকে ইউপি সচিব বখতিয়ার উদ্দিন দায়িত্ব এড়িয়ে বলেন,“প্রতিদিন এত কাগজ আসে, যাচাই করার সময় কই? অফিসের ফি নিয়েই কাগজ করে দিয়েছি।”
বাগানবাজার ইউপির ট্যাগ অফিসার ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আলি নুর মিয়াজি জানান,“বিষয়টি জানতাম না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন,“জন্মনিবন্ধন জালিয়াতির মাধ্যমে ধর্ষণের মতো স্পর্শকাতর মামলার আসামিকে রক্ষা করার অপচেষ্টা আইনের প্রতি চরম অবজ্ঞা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :