AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলার তেতুলিয়া নদীতে একদিকে বালু উত্তোলণ, অন্যদিকে অভিযান



ভোলার তেতুলিয়া নদীতে একদিকে বালু উত্তোলণ, অন্যদিকে অভিযান

ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে সোমবার ৫ মে বিকালে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তেতুলিয়া নদী হতে একটি ড্রেজার অবৈধভাবে বালু উত্তোলন করে পাশ্ববর্তী অন্য উপজেলায় পালিয়ে গেলেও ড্রেজার থেকে উত্তোলিত অবৈধ বালু বলগেট করে বোরহানউদ্দিন অংশে বিপণনের উদ্দেশ্যে পরিবহন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ফারুক মোল্লা ড্রেজারের একজনকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করা হয়। বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান বলেন, জনস্বার্থে তেতুলিয়া নদীতে আজ অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।

সাধারণ মানুষ বলেন, তেতুলিয়া নদীতে একদিকে বালু উত্তোলণ, অন্যদিকে অভিযান চলছে। সংঘবদ্ধ চক্র থেকে নদী রক্ষায় আরো কঠোর পদক্ষেপ দরকার। 

 

একুশে সংবাদ/ভো.প্র/এ.জে

Shwapno
Link copied!