তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে ও ডা. জোবায়দা রহমান ১৭ বছর পরে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদল, শ্রমিকদল আনন্দ মিছিল করেছে।
সোমবার বিকেলে ভাঙ্গা উপজেলার কৃষক দলের অফিস থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সাইদ মুন্সির নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে মিছিলে অংশ নেন ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান পান্না, বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বিটু, শ্রমিক দল নেতা কাওসার মোল্লা, টুকু মিয়া, বিএনপি নেতা আছাদুজ্জামান নোমান, মামুন মাতুব্বর, শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়া আরো অংশ নেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :