নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় এক চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল অভিযানে নামলে অভিযুক্ত মো. আসাদুজ্জামান মামুন (৩৫) নামে এক ব্যক্তি গ্রেফতার হন। তিনি চৌগ্রাম কাজলাহার পাড়ার মৃত আনসার আলীর ছেলে। স্থানীয়রা জানান, আসাদুজ্জামান শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৫ দিন ধরে চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় চলন্ত ট্রাকসহ অন্যান্য যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলেন মামুন ও তার সহযোগীরা। অভিযানের সময় তিনি চাঁদা আদায়ের কোনো বৈধ অনুমোদনপত্র দেখাতে পারেননি।
পরবর্তীতে আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী নিশ্চিত করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং চাঁদাবাজির বিরুদ্ধে কড়া অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয়রা।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে