নড়াইলের লোহাগড়ায় ১৭ পিস ইয়াবাসহ মো. আশরাফুল মোল্লা (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার ডাকবাংলো মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, গ্রেপ্তার আশরাফুল মোল্লা দীর্ঘদিন ধরে রাজুপুর গ্রামে আল্লাহ দান ক্লিনিকের পেছনের একটি ভাড়া বাসায় বসে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এক সময় ভ্যানচালক আশরাফুল হঠাৎ করেই বিলাসবহুল জীবনযাপন শুরু করেন। দামি মোটরসাইকেল, ছদ্মবেশে চলাফেরা, বহুতল ভবনে বাসস্থান—সবকিছুই তার মাদক ব্যবসার আয়ের প্রতিফলন বলে মনে করছেন তারা।
তারা আরও জানান, আশরাফুল বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা চালালেও এখন সবাই তাকে চিহ্নিত করে ফেলেছে। এমনকি সচেতন যুবসমাজ তাকে এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়েছে।
ওসি আশিকুর রহমান বলেন, “আশরাফুল একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।”
স্থানীয়দের মতে, ওসি আশিকুরের এমন সাহসী পদক্ষেপ মাদকবিরোধী অভিযানে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এলাকাবাসী এই অভিযানের প্রশংসা করেন এবং অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
একুশে সংবাদ/ন.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :