যশোর সদরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক যুবকের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩ মে ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কৃষ্ণবাটি জামিয়ানা মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বোমা নিক্ষেপ ও ধারালো দা দিয়ে কুপিয়ে তার একটি হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা।
আহত মোহাম্মদ আলী বক্স ওই গ্রামের বাবু বক্সের ছেলে। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন স্থানীয় মাহিম (২০), হাফিজুর (৩০) ও মিজান (২৩) পূর্ব পরিকল্পনা অনুযায়ী মোহাম্মদ আলী বক্সকে ডেকে নেয়। জামিয়ানা মাদ্রাসার সামনে পৌঁছালে তারা প্রথমে তার উপর বোমা নিক্ষেপ করে। এরপর ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং বাম হাতের কব্জি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে।
পথচারীরা গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, “আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
এ ঘটনায় কৃষ্ণবাটি গ্রামে আতঙ্ক বিরাজ করছে। এলাকার জনগণ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে