AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৫:০৫ পিএম, ১১ ডিসেম্বর, ২০২৫

গোপালগঞ্জে জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

গোপালগঞ্জে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন হামলার শিকার হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার সাভানা ইকোপার্ক অ্যান্ড রিসোর্টের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মিকাইল হোসেনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিকাইল হোসেন জানান, পার্কে মোটরসাইকেল প্রবেশ নিয়ে এক স্টাফের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পার্ক ম্যানেজার বিষয়টি মীমাংসা করলেও পার্ক থেকে বের হওয়ার সময় অজ্ঞাতপরিচয় লোকেরা তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও কিলঘুষি দিয়ে তাকে গুরুতর আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্যমতে, কথা-কাটাকাটির এক পর্যায়ে সভাপতির সঙ্গে থাকা একজন যুবক পার্কের স্টাফকে চড় মারেন। এরপর স্থানীয় লোকজন ও পার্কের স্টাফরা তার ওপর হামলা চালান। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!