মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল বাজার সংলগ্ন খেলার মাঠ দখল করে গড়ে তোলা ৩০টি অবৈধ দোকান উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ঘণ্টাব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানার এএসআই আব্দুল জলিল, সায়েস্তা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সায়েস্তা মৌজার আরএস ৩৮১৯ দাগের ১০১ শতাংশ জমি মাঠ হিসেবে নিবন্ধিত। এটি অতীতে সাহরাইল উচ্চ বিদ্যালয়সহ অত্র ইউনিয়নের একমাত্র খেলার মাঠ হিসেবে ব্যবহার হতো। এক সময় দেশি-বিদেশি খেলোয়ারদের পদচারনায় মুখরিত ছিল মাঠটি। কিন্তু প্রায় তিন যুগ আগে মাঠের উত্তর পাশ দখল করে দোকানপাট গড়ে স্থানীয় কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে শুরু করেন। তখন থেকেই মাঠটি খেলাধূলার কাজে ব্যবহার হয়নি।
সম্প্রতি সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “মাঠটি যাতে খেলাধূলার কাজে ব্যবহার হয়, সে জন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। যদি ভবিষ্যতে উচ্ছেদকৃত মাঠ পুনরায় দখল করা হয়, তবে দখলদারদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

