বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন, খালেদা জিয়া সর্বপ্রথম নারীদের অষ্টম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছেন এবং পরবর্তীতে এটিকে দশম শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত করেছেন।
মঈন খান এ কথা বলেছেন বুধবার রাতে নরসিংদীর পলাশের বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পলাশ থানা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।
তিনি আরও বলেন, “২০০৮ সালের নির্বাচন সুষ্ঠু বলে প্রচার করা হয়েছিল, কিন্তু এটি ছিল বাস্তবে একটি ভূয়া ও সাজানো নির্বাচন। যার পিছনে ছিল বাংলাদেশের রাজনীতিকে দূর করার মহা পরিকল্পনা।”
সভায় ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভার শেষে মঈন খান দুই শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

