শেরপুরের নালিতাবাড়ীতে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। রজব আলী ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, মাদক মজুদের গোপন সংবাদের ভিত্তিতে রজব আলীর বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তাভর্তি কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই সঙ্গে রজব আলীকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

