বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। গুরুতর ৬ জনসহ আহতদের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোঃ মশিউর রহমান বাবুল মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মশিউর রহমান মোল্লার সঙ্গে প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লার দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। ১১ ডিসেম্বর সকাল ৭টার দিকে প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লা, বারেক মোল্লা, আঃহালীম মোল্লা এবং আরও ছয়-সাতজনের একটি দল মশিউর রহমানের মালিকানাধীন জমিতে ইট ব্যবহার করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।
মশিউর রহমান (৫৬) বাধা দিলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কামরুন নাহার (৪৫), মতিউর রহমান (৪২), মাসুদা খানম (৫৩), খাদিজা বেগম (৪৫) এবং পারভিন আক্তার (৪০)। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় অপর পক্ষের একজন, সোহানা রহমান আনিকা (২২)ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে আব্দুর রহমানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার পরিদর্শক মোঃ ফারুক হোসেন বলেন, “ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

