মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার প্রতিনিধি নিয়ে হাওর রক্ষা আন্দোলনের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স হলে জেলার কৃষক-মৎস্যজীবি, পরিবেশবাদী সংগঠন ও সাংবাদিক প্রতিনিধি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে মৌলভীবাজারের কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলন কমিটি।
এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব এর সভাপতিত্বে সভায় আ স ম ছালেহ সোহেল-কে আহবায়ক ও এম খছরু চৌধুরীকে সদস্য সচিব করে হাওর রক্ষা আন্দোলনের ৪৩ সদস্যের নির্বাহী কমিটি এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদ ঘোষণা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলার সভাপতি অধ্যক্ষ (অব.) মোঃ ইকবাল।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আহমদ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, বাইক্কা বিল রক্ষণাবেক্ষন সমিতির সভাপতি মিন্নত আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব এম. খছরু চৌধুরী।
কৃষক মৎসজীবী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আলমগীর হোসেন, মাওলানা মকবুল হোসেন খান (বড়লেখা), হাসানুজ্জামান (জুড়ী), শাহীন ইকবাল (কুলাউড়া), সামছুদ্দিন মাস্টার (রাজনগর), এ কে এম আব্দুস সালাম (কমলগঞ্জ), দুলাল দেব (শ্রীমঙ্গল), খায়রুল ইসলাম (হাইল হাওর রক্ষা আন্দোলন), এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজী, এডভোকেট মোঃ মাসুক মিয়া, তানভীর আহমেদ লায়েক (রাজনগর) ফজলুল হক নিরু, সাংবাদিক হুসাইন আহমদ (হাকালুকি হাওর রক্ষা আন্দোলন), তাসনিম চৌধুরী (সদর উপজেলা), মোঃ আলমগীর হোসেন, সালাউদ্দিন আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মানুষের শরীরে যেমন একটা হৃৎপিণ্ড থাকে; এটা থেকে রক্ত শোষণ করে নিলে মানুষ যেভাবে বাঁচতে পারেনা, ঠিক তেমনি আমাদের পরিবেশের হৃৎপিণ্ড হচ্ছে হাওর ও জলাভূমি। সেই হাওর ও জলাভূমি ধ্বংস করলে আমাদের পরিবেশ আর বাঁচবে না।
সভা শেষে হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব এম খছরু চৌধুরী`র সাময়িক বিদেশ ভ্রমণ ও কানাডার টরন্টো শহরে বৃহত্তর সিলেটের হাওরবাসী প্রবাসীদের অনুষ্ঠানে যোগদান উপলক্ষে কাউয়াদিঘী হাওর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
একুশে সংবাদ//মৌ.প্র.// এ.জে
আপনার মতামত লিখুন :