গোপালগঞ্জের মুকসুদপুরে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় পুরাতন মুকসুদপুরস্থ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম মিঠু লস্কর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বিএনপি নেতা তাজুল খান, তুহিন শেখ, ইউনিয়ন যুবদলের সভাপতি মুকুল খান, স্বেচ্ছাসেবক দল নেতা ফরহাদ আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
একুশে সংবাদ// মু.প্র.// এ.জে
আপনার মতামত লিখুন :