শহীদ জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় ধানের শীষের পক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ঢাকা মহানগর নেতা মোঃ কবির হোসেন, সঞ্চালনা করেন তারেক রহমান মৃধা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এসকে টিভির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ সাইদ, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন হাওলাদার এম এম মহিউদ্দীন, মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগর নেতা এডভোকেট মোঃ দেলোয়ার হোসেন, এডভোকেট সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার মাহবুব হোসেন, মাসুদ রানা নান্নু, মোঃ জহিরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও রাজাকাররা জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অপপ্রচার ও ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। ধানের শীষ জনগণের বিশ্বাস ও আস্থার প্রতীক। শহীদ জিয়াউর রহমানের রক্তে গড়া বিএনপিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে হবে। দলের মধ্যে কোন গ্রুপিং বা ভেদাভেদ থাকবে না। দলমত নির্বিশেষে সকলকে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি সৈয়দ মুহাম্মদ সাইদ বলেন, “বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এ দলে কোন গ্রুপিং থাকা চলবে না। ধানের শীষের পক্ষে সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাই।”
মাহফুজুর রহমান সবুজ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন ক্যারিশম্যাটিক বা সম্মোহনী নেতৃত্বসম্পন্ন নেতা। জাতি তাঁর অবদান চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
এর আগে আনিসুর রহমান আনিস ও সৈয়দ মুহাম্মদ সাইদের নেতৃত্বে যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় দুটি বিশাল মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ/এ.জে