"কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মিলে" ও "একটাই লক্ষ্য হতে হবে দক্ষ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ্যাসেট প্রকল্পের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) সকালে কলেজ ক্যাম্পাসে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর, দিনাজপুর। সভার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেট প্রকল্পের উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ হুসাইন রাজু এবং পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
কম্পিটিশনে কারিগরি শিক্ষার্থীরা তাদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার উপস্থাপন করেন। এ্যাসেট প্রকল্পের আওতায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত ছিল।
একুশে সংবাদ/এ.জে