আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান এবং দৃষ্টান্তমূলক কাজের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” লাভ করেছেন।
বৃহস্পতিবার (১মে) রাজধানী ঢাকা’র রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বিপিএম সম্মানজনক এই ব্যাজটি পরিয়ে দেন।
শেরপুর জেলা পুলিশের সুপার হিসেবে যোগদান করার পর, মোঃ আমিনুল ইসলাম মাদক উদ্ধার, ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সাহসী পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলে অল্প সময়েই তিনি সফলতা অর্জন করেন। তার এই কর্মগুণের স্বীকৃতিস্বরূপ তিনি “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ” লাভ করেন।
পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামকে এই পদক প্রদান করা হওয়ায় শেরপুর জেলা পুলিশ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ এর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একুশে সংবাদ//শে.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :