নওগাঁর পত্নীতলায় আত্রাই নদীর পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থী ওয়াজেদ আলী (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ওয়াজেদ তার বন্ধুদের সাথে আত্রাই নদীর নজিপুর এলাকায় গোসল করতে নামে। এসময় হঠাৎ ডুবে নিখোঁজ ছিলেন ওয়াজেদ প্রায় আধাঘন্টা। বন্ধুদের সাথে স্থানীয়রা ঘটনাটির টের পেয়ে খোঁজাখুঁজি করে নদীর পানিতে ওয়াজেদকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা ওয়াজেদকে মৃত্যু ঘোষণা করে।
জানা যায়, নিহত ওয়াজেদ উপজেলার পত্নীতলা বাজার এলাকায় মামার বাড়ি থেকে লেখাপড়া করতেন। সে পত্নীতলা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি-২০২৫ পরীক্ষার্থী ছিলেন। নিহতের বাবার বাড়ি জেলার ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চকচন্ডী গ্রামে। তার বাবার নাম শরিফ হোসেন ও মা খাতিজা বেগম।
নিহতের মামা রাকিব হোসেন জানান, `আমার ভাগ্না সাঁতার জানতেন না। এ কারণে আত্রাই নদীর পানিতে তলিয়ে যায়। তিনি আরও বলেন, `সকলের অজান্তে বন্ধুদের সাথে ওয়াজেদ নদীতে গোসল করতে যায়।`
উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান বলেন, `এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।`
একুশে সংবাদ//ন.প্র//এ.জে
আপনার মতামত লিখুন :