AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু‍‍` প্রতিষ্ঠানকে জরিমানা



চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, দু‍‍` প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। অভিযানে দু‍‍` প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন তিনি। 

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা পৌর শহরের পুরাতন বাজার ও চারতলার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, খাবার সামগ্রী তদারকি করা হয়।

এ সময় মেয়াদ উত্তীর্ণ, নিয়ম বর্হিভুতভাবে সংরক্ষণ ও মানহীন পণ্য ক্রয়-বিক্রয় করায় মেসার্স সুরেশ স্টোরের স্বত্বাধিকারী শ্রী অমিত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুসারে ৫০ হাজার টাকা ও ৪৫ ধারা অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স সুরেশ স্টোরের স্বত্বাধিকারী শ্রী অমিত সাহাকে আগামী এক মাসের সমস্যাগুলো সমাধানপূর্বক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। এছাড়া উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে মেসার্স অধিকারী মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী শ্রী হারান অধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ঠ বাজারের ব্যবসায়ীদের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় সংক্রান্ত ভাউচার সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য, খাদ্য সামগ্রী বিক্রি না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানান ওই কর্মকর্তা।



একুশে সংবাদ//চু.প্র//এ.জে

Shwapno
Link copied!