AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীনগরে একই স্থানে ইসলামিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান: উত্তেজনাপূর্ণ পরিস্থিতি


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১০:৪৬ এএম, ২৫ এপ্রিল, ২০২৫

শ্রীনগরে একই স্থানে ইসলামিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান: উত্তেজনাপূর্ণ পরিস্থিতি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামে একই স্থানে ইসলামিক মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে উভয় পক্ষ বটতলা খেলার মাঠে তাদের নিজ নিজ অনুষ্ঠান করার ঘোষণা দেয়, যা এলাকাবাসীর মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

একদিকে ‘সর্বদলীয় ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিল, অন্যদিকে একই স্থানে স্থানীয় যুবসমাজ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান—এই দুই আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে দেশের খ্যাতনামা ইসলামিক বক্তা ও জনপ্রিয় সংগীতশিল্পীদের।

মাহফিল আয়োজকরা জানিয়েছেন, বক্তা হিসেবে থাকবেন আল্লামা খলিল আহমদ কোরাইশী, আল্লামা ওবায়দুল্লাহ হামজা, জুনায়েদ আল হাবিব প্রমুখ। সভাপতিত্ব করবেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ।
অপরদিকে, সংগীতানুষ্ঠানে অংশ নেবেন ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, খুরশীদ আলম, কেয়া বাঙালি প্রমুখ।

তাফসিরুল মাহফিলের আয়োজক মাওলানা ওবায়দুল্লাহ কাসেমি বলেন, “পূর্বঘোষণা অনুযায়ী মাহফিল হবেই, আমাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন নেই।”
অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক কমিটির প্রধান মামুন আহমেদ মৃধা বলেন, “আমরা পুলিশের অনুমতি নিয়ে প্রস্তুতি সম্পন্ন করেছি, এখন হঠাৎ অন্য একটি পক্ষ এসে ভিন্ন উদ্দেশ্যে মাঠ দাবি করছে।”

এদিকে বৃহস্পতিবার শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে একটি ইসরায়েলবিরোধী সমাবেশ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের দাবি ওঠে। বক্তারা ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন এবং মাহফিলের পক্ষে অবস্থান নেন।

শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ জানান, “কে বা কারা পোস্টারিং করেছে ও মাঠ দাবি করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে কোনো সরাসরি কার্যক্রম দেখা যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

স্থানীয় প্রশাসন বলছে, উত্তেজনা প্রশমনে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং একই স্থানে একাধিক অনুষ্ঠানের বিরোধ সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

 

একুশে সংবাদ//মু.প্র//এ.জে

Shwapno
Link copied!