ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিষধর সাপে কাটা রোগীদের জন্য একটি বড় সুসংবাদ — আগামী সপ্তাহ থেকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে এন্টিভেনম সেবা। বহুদিন ধরে স্থানীয়দের দাবি ছিল এই সেবা চালুর, আর অবশেষে সেটি বাস্তবায়নের পথে। ফলে উপজেলায় সাপে কাটা রোগীদের প্রাথমিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলছে।
সম্প্রতি উপজেলার পাড়াগাঁও গ্রামে বিষধর সাপে কেটে জাহাঙ্গীর আলম (২৫) নামের এক তরুণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু এলাকাজুড়ে শোক ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সময়মতো উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় এ ঘটনায় উপজেলাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। এই পটভূমিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম সেবা চালুর ঘোষণাকে অনেকে আশার আলো হিসেবে দেখছেন, যা ভবিষ্যতে সাপে কাটা রোগীদের জন্য একটি জীবনরক্ষাকারী পদক্ষেপ হয়ে উঠতে পারে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ তাঁর UNO Bhaluka ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, “ভালুকা হাসপাতালে আগামী সপ্তাহ থেকে এন্টিভেনমের ব্যবস্থা থাকবে। আমরা এটি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একই সাথে একটি বিষয় সকলকে বলতে চাই, বিষাধর সাপ কাড়ম দিলে এন্টিভেনম নেবার পরেও প্রায় ৯০ ভাগ ক্ষেত্রে রোগীর আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয় যার জন্য চিকিৎসকগণ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ সাপোর্ট না থাকায় এন্টিভেনম ব্যবহার করতে ভয় পান। তাই এন্টিভেনম সেবা নিতে যারা যাবেন তারা চিকিৎসকগণের প্রতি সহনশীলতা প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। এবং এন্টিভেনম নেবার পরে জটিলতা, মৃত্যুঝুঁকি এড়াতে দ্রুত আইসিইউ সুবিধাসম্পন্ন ক্লিনিক/ হাসপাতালে নেবার উদ্যোগ নেবেন।”
এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান বলেন, “আমরা বহু বছর ধরে এই দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে দেখে খুব ভালো লাগছে।”
তবে অনেকেই মনে করছেন, এন্টিভেনম সেবার পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করতে হলে আইসিইউ সাপোর্ট থাকা অত্যন্ত জরুরি।
ভালুকাবাসী আশা করছেন, এই যুগান্তকারী উদ্যোগকে টেকসই করতে স্বাস্থ্য মন্ত্রণালয় শিগগিরই ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ স্থাপন, আধুনিক যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় জনবল বৃদ্ধির উদ্যোগ নেবে।
স্বাস্থ্য বিশ্লেষকদের মতে, শুধু এন্টিভেনম নয় — প্রয়োজনে রোগীকে বাঁচাতে ভেন্টিলেটর, পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা ব্যবস্থার সমন্বয় প্রয়োজন। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় ভালুকায় একটি পূর্ণাঙ্গ আইসিইউ ইউনিট স্থাপন করা হলে এটি হবে উপজেলার স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী অগ্রগতি।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে