নারায়ণগঞ্জের আড়াইহাজারের পরিত্যক্ত অবস্থায় বস্তায় ভর্তি একটি সর্টগান, একটি গ্যাস গাস ও ১৮ রাউন্ড সর্ট গানের গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ মার্চ )বিকালে উপজেলার আড়াইহাজার পৌরসভার গাজীপুরা এলাকায় নান্নু টেক্সটাইল মিলের পিছনে জনৈক আওয়ালের ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, শুক্রবার বিকাল ৩ টারদিকে গাজীপুরা এলাকার নান্নু টেক্সটাইল মিলের পিছনে ডোবা থেকে মাছ ধরতে গিয়ে আউয়ার নামে এক ব্যক্তি বস্তার ভিতরে অস্ত্র দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল গিয়ে বস্তার ভিতর থেকে একটি সর্টগান, একটি গ্যাস গান ও ১৮ রাউন্ড সর্ট গানের গুলি উদ্ধার করে করে।
একুশে সংবাদ// এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

