আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর ফলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার উপরে পৌঁছানোর শঙ্কা রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় জানানো হয়, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীতে পানির চাপ অব্যাহতভাবে বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।
এছাড়া সিলেট অঞ্চলের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীতে পানির উচ্চতা বেড়ে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীপাড়ের গ্রামীণ এলাকা সাময়িকভাবে পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। এ সময় মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমার কাছাকাছি বা উপরে প্রবাহিত হতে পারে। এতে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে