AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপককে লাঞ্ছিত করে জমি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৩:০৭ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপককে লাঞ্ছিত করে জমি দখলের চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট গ্রামে ২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা ও সিরাজগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোঃ লোকমান হোসেন সেখকে লাঞ্ছিত করে তার ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় আয়ুব আলী গং। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

ড. লোকমান হোসেন জানান, ২০০৯ সালে তিনি, তার বড় ভাই ও প্রয়াত বাবা চারটি দলিলের মাধ্যমে ভদ্রঘাট মৌজায় মোট ২৮.২৫ শতক জমি ক্রয় করেন। জমিটি নামজারি ও খাজনা দিয়ে ভোগদখল করে আসছিলেন। পরে ১২ শতক জমি বিক্রি করলেও অবশিষ্ট জমিতে বাউন্ডারি নির্মাণ শুরু করলে আয়ুব আলী গং বারবার বাধা দিতে থাকে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ২ জুলাই কামারখন্দ থানায় অভিযোগ করলে থানার পক্ষ থেকে বৈঠকের ডাক দেওয়া হলেও আয়ুব আলী হাজির হয়নি। পরবর্তীতে আয়ুব আলী উল্টো ড. লোকমানের বিরুদ্ধে ১০৭/১১৭(৩) ধারায় মামলা করেন। এছাড়া ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর অধীনেও আরেকটি মামলা দায়ের করেন।

ড. লোকমানের অভিযোগ, একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করে জমি বেদখলের পাঁয়তারা করছে ভূমিদস্যুরা। গত ১১ আগস্ট আয়ুব আলীর নেতৃত্বে একদল লোক তার জমির সীমানা পিলার ও বাঁশের বেড়া ভেঙে ফেলতে যায়। পুলিশ ৯৯৯ নম্বরে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে ৫ সেপ্টেম্বর আবারও সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তার জমির টিন ও ইটের বাউন্ডারি ভেঙে ফেলে। বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ড. লোকমান বলেন, “আমি সিরাজগঞ্জ সদরে বসবাস করি। এই সুযোগে তারা জমি দখলের চেষ্টা চালাচ্ছে। আমি আমার পরিবার ও জমির নিরাপত্তা চাই। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় প্রশাসন ও সমাজের সচেতন মহলের সহযোগিতা কামনা করছি।”

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, “এটি জমি-জমা সংক্রান্ত বিষয়। পুলিশ তদন্ত করছে।”

 

একুশে সংবাদ/সি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!