আড়াইহাজারে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খানপাড়া জনৈক আজহার খানের রাইস মিলের পেছনে খালেরপাড়ে অজ্ঞাতনামা কিশোর (১৪) এর মৃতদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে আড়াইহাজার থানা পুলিশকে সংবাদ দেয়।
সংবাদ পেয়ে এএসপি সার্কেল শাহীন আলম,আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেনসহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের গায়ে সাদা রঙের টি-শার্ট এবং পরনে কালো প্যান্ট ছিল।
প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে, অসাবধানতা বশত: বৈদুত্যিক তার স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে কিশোরের মৃত্যু হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

