একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব। আজ (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রেসক্লাব সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব সৈয়দ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মনি, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, সদস্য বেলায়েত হোসেন ও জাহিদ হাসান।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আর এই ভাষা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। যে বীর সন্তানেরা তাদের জীবনের বিনিময়ে এ ভাষা আমাদের ফিরিয়ে দিয়েছে, আজকের এ দিনে সেই বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :