মাগুরার শালিখায় অপারেশন "ডেভিল হান্ট" পরিচালনা করে ১টি এক নালা বন্দুক, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী৷
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টায় উপজেলার তিলখড়ি গ্রামের বিএনপি কর্মী কাজী আল আমিন ( ৩৬)কে যৌথ বাহিনী গ্রেফতার করে। এসময় ১টি একনালা বন্দুক, ১৪টি ধারালো অস্ত্র, ৪টি ঢাল তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ অভিযানে নেতৃত্বদেন মেজর সাফিন আল সাইফ পলক, লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীর এর মাগুরা আর্মি ক্যাম্প।
গ্রেফকৃত আসামিকে আদালতে সপোর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও যৌথ বাহিনী জানিয়েছেন৷ এরিপোর্ট লেখা পর্যন্ত শালিখা থানায় একটি মামলার প্রস্তুতি চলছিলো৷
এব্যাপারে গ্রেফতারকৃত কাজী আল আমিন এর পরিবার আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করেছেন৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তার স্ত্রী শারমিন খাতুন বলেন,প্রতিপক্ষের লোকজন আল আমিনকে ফাঁসাতে আমাদের বাড়ীর ছাদে ভাঙা একটা বন্দুকসহ দেশীয় অস্ত্র রেখে যায়৷ তিনি আরও বলেন, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে তাকে ফাঁসানো হয়েছে৷
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :