বরিশালের বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ সবুর খান উপজেলার ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন।
সম্প্রতি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. রফিকুর ইসলাম খান স্বাক্ষরিত এক পত্রে আঃ সবুর খানকে উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি করা হয়।
একই পত্রে মো. হুমায়ুন কবিরকে অভিভাবক সদস্য, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফিরোজ আহম্মেদকে শিক্ষক প্রতিনিধি সদস্য ও প্রধান শিক্ষক মো. ফকরুল আলমকে পদাধিকার বলে সদস্য সচিব করা হয়।
এদিকে বার বার নির্বাচিত জনপ্রিয় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী আঃ সবুর খান ঐতিহ্যবাহী বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ন্তবর্তীকালীণ (এডহক) কমিটির সভাপতি হওয়ায় বানারীপাড়ার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :